
শরণখোলায় বিএনপি ধানসাগর ইউনিয়ন ও খোন্তাকাটা ইউনিয়ন শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে দলীয় সদস্যদের গোপন ব্যালটের মাধ্যমে ভোটে দুটি ইউনিয়ন কমিটির নেতৃত্ব নির্বাচিত করা হয়। উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ পর্ব শেষ হয়েছে।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) উপজেলার দুটি ইউনিয়ন বিএনপির সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক খাদেম নিয়ামুল নাসির আলাপ।
শরণখোলা উপজেলা বিএনপির আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা নজরুল ইসলাম লাল এর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন বাগেরহাট জেলা বিএনপির যুগ্নআহবায়ক ওহিদুজ্জামান পল্টু, উপজেলা বিএনপির সদস্য সচিব মো. আনোয়ার হোসেন পঞ্চায়েত, জেলা বিএনপি সদস্য এ্যাডভোকেট ফারজানা জাহান নিপা।
সম্মেলন শেষে দলীয় সদস্যদের প্রত্যক্ষ ভোটে ১নং ধানসাগর ইউনিয়নে সভাপতি নির্বাচিত হয়েছেন অহিদুজ্জামান বাবু, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ,সাংগঠনিক সম্পাদক সুমন সরদার নির্বাচিত হয়েছেন।
২নং খোন্তাকাটা ইউনিয়নে সভাপতি নির্বাচিত হয়েছেন মো. মহিউদ্দিন শাহজাহান, সাধারণ সম্পাদক মো. হুমায়ূন কবীর ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. মিজানুর রহমান।
বৃহস্পতিবার রায়েন্দা ও সাউথখালী ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।
বিবার্তা/শশী/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]