
ত্রয়োদশ সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিলের তৃতীয় দিনের মত শুনানি চলছে নির্বাচন কমিশনে (ইসি)।
সোমবার (১২ জানুয়ারি) আপিল দায়েরের ক্রম ১৪১ থেকে ২১০ পর্যন্ত শুনানি করছে নির্বাচন কমিশন। সকাল ১০টায় শুরু হয় এ কার্যক্রম। চলবে বিকেল ৫টা পর্যন্ত।
দিনের প্রথম ভাগে ৩৫টির মত আপিল আবেদন শুনানির জন্য সময় নির্ধারণ করেছে ইসি। গত ২ দিনে বেশিরভাগ আপিলই মঞ্জুর করেছে ইসি।
সোমবার শুনানির প্রথমার্ধেও দেখা যায় বেশিরভাগ আপিল মঞ্জুর হতে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল আবেদন হয়েছে ৬৪৫টি।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]