
গত অক্টোবরে লা লিগায় রিয়াল মাদ্রিদের কাছে হারের ক্ষত কয়েক মাসের ব্যবধানে সৌদি আরবের মাটিতে প্রতিশোধ নিলো বার্সেলোনা। জেদ্দায় অনুষ্ঠিত স্প্যানিশ সুপার কাপের ফাইনালে রোমাঞ্চকর লড়াইয়ে ৩-২ গোলে রিয়ালকে হারিয়ে শিরোপা জিতেছে কাতালান জায়ান্টরা। এই জয়ে ২০১১ সালের পর প্রথম দল হিসেবে সুপার কাপ ধরে রাখার কীর্তি গড়ল বার্সা।
জেদ্দার কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে ম্যাচটি শুরু থেকেই ছিল উত্তেজনাপূর্ণ। পাঁচ গোলের চারটিই আসে প্রথমার্ধে, যার তিনটি ছিল ইনজুরি টাইমে। শুরুতে দুই দলই সমানতালে আক্রমণ চালালেও আধঘণ্টা পার হওয়ার পর ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বার্সেলোনা।
৩৬তম মিনিটে রাফিনহা বক্সে ঢুকে নিচু শটে জাল কাঁপিয়ে বার্সাকে এগিয়ে দেন। তবে প্রথমার্ধের ইনজুরি টাইমের দ্বিতীয় মিনিটে সমতা ফেরায় রিয়াল। হাফওয়ে লাইন থেকে বল নিয়ে বাঁ দিক দিয়ে আক্রমণে উঠে দুই বার্সা ডিফেন্ডারকে কাটিয়ে একক নৈপুণ্যে গোল করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
এরপরও নাটক থামেনি। দুই মিনিট পর পেনাল্টি এরিয়ায় সুযোগ পেয়ে চিপ শটে বার্সেলোনাকে আবারও লিড এনে দেন রবার্ট লেভানডোভস্কি। কিন্তু বিরতির ঠিক আগে কর্নার থেকে রিয়াল ফের সমতা আনে। রাফিনহার ক্লিয়ারেন্স ব্যর্থ হলে ফিরতি শটে গনসালো গার্সিয়ার প্রচেষ্টা বার ও পোস্টে লেগে গোললাইন অতিক্রম করে।
২-২ সমতায় দ্বিতীয়ার্ধ শুরু হয়। ম্যাচের ৭৩তম মিনিটে রাফিনহার নেওয়া শট রিয়াল ডিফেন্ডার রাউল আসেনসিওর গায়ে লেগে দিক পরিবর্তন করে জালে জড়ায়। থিবো কোর্তোয়া বল ঠেকাতে ভুল করেন। তিন মিনিট পর হাঁটুর চোট কাটিয়ে বদলি হিসেবে নামেন কিলিয়ান এমবাপে, তবে শেষ পর্যন্ত সমতা ফেরাতে ব্যর্থ হয় রিয়াল।
৯০ মিনিটের পর উত্তেজনা চরমে ওঠে। এমবাপেকে ফাউল করে লাল কার্ড দেখেন ফ্রেঙ্কি ডি ইয়াং। একজন কম নিয়ে শেষ মিনিটগুলো সামলেও বার্সা গোল হজম করেনি। গোলকিপার জোয়ান গার্সিয়া শেষদিকে আলভারো কারেরাস ও ফ্রাঙ্কো মাস্তানতুয়োনোর শট ঠেকিয়ে জয় নিশ্চিত করেন।
এর ফলে টানা দ্বিতীয়বারের মতো সুপার কাপের শিরোপা জিতে নেয় বার্সেলোনা। সব মিলিয়ে এটি তাদের ১৬তম স্প্যানিশ সুপার কাপ ট্রফি।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]