
চুয়াডাঙ্গার ওপর দিয়ে আবারও বয়ে চলেছে মৃদু শৈতপ্রবাহ। তাপমাত্রা নেমেছে ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে। সেই সাথে উত্তরের ঢল থেকে নেমে আসা হিম শীতল বাতাসের কারণে তীব্র শীত অনুভূত হচ্ছে। এতেবিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন।
শনিববার (৮ ফেব্রুয়ারি) সকাল ৬টায় চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে ১০ ডিগ্রি সেলসিয়াস। সে সময় বাতাসের আদ্রতা ছিলো ৯৭ শতাংশ।
আর সকাল ৯ টায় আবহাওয়া অফিস জেলার তাপমাত্রা রেকর্ড করে ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আদ্রতা ছিলো ৮০ শতাংশ।
আবহাওয়া পর্যবেক্ষণাগারের তথ্য অনুযায়ী তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস হলে তাকে বলা হয় মৃদু শৈতপ্রবাহ। তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস হলে তাকে মাঝারি ধরনের শৈতপ্রবাহ বলা হয়। যদি তাপমাত্রা ৪ থেক ৬ ডিগ্রির মধ্যে থাকে তাকে তীব্র শৈতপ্রবাহ বলা হয়। আর তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকে তাকে বলা হয় খুব তীব্র শৈতপ্রবাহ। সে হিসেবে চুয়াডাঙ্গায় মৃদু শৈতপ্রবাহ বইছে।
এদিকে চুয়াডাঙ্গায় বেলা বাড়ার সাথে সাথে সূর্যের দেখা মিললেও নেই উত্তাপ। উত্তর দিক থেকে বয়ে আসা কনকনে ঠান্ডা বাতাসের কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন।
বিবার্তা/আসিম/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]