সিংড়ায় বিএনপি নেতাকে সংবর্ধনা প্রদান
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:১৬
সিংড়ায় বিএনপি নেতাকে সংবর্ধনা প্রদান
সিংড়া (নাটোর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নাটোরের সিংড়ায় বিএনপি নেতা দাউদার মাহমুদকে সংবর্ধনা দিয়েছে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।


সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক নির্বাচিত হওয়ায় সিংড়া কোর্ট মাঠে সংবর্ধনা দেয়া হয়। এর আগে একটি গণমিছিল শহর প্রদক্ষিণ করে।


পৌর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আলী আজগর খানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, পৌর বিএনপির সদস্য সচিব তায়েজুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক বোরহান উদ্দিন বাবু, উপজেলা যুবদলের সভাপতি হাবিবুর রহমান হাবিব, সদস্য সচিব এমএ মালেক, যুবনেতা আ: মমিন, উপজেলা শ্রমিকদলের আহ্বায়ক ওমর ফারুক, উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক বাবুল হোসেন বাবুসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।


সংবর্ধনা সভায় দাউদার মাহমুদ বলেন, তৃণমূলের মানুষ আমার প্রাণ, আপনাদের ভালোবাসায় আমি কৃতজ্ঞ। জনাব তারেক রহমানের নির্দেশনা মেনে রাজনীতি সকল কর্মকাণ্ড চলবে। কোনো চাঁদাবাজি, সন্ত্রাস, দুর্নীতি চলবে না। ২০১৮ সালে নির্বাচনে বিএনপি আমাকে ধানের শীষ উপহার দিয়েছিল। আগামী নির্বাচনে দল যাকে ধানের শীষ উপহার দিবে, তাকে বিজয়ী করার আহ্বান জানান তিনি।


বিবার্তা/রাজু/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com