
টাঙ্গাইলের সখীপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মীর আবুল হাশেমের বিরুদ্ধে জমি দখল করে মার্কেট নির্মাণের অভিযোগে উঠেছে। এ ঘটনায় জেলা বিএনপি’র পক্ষ থেকে মীর আবুল হাশেম আজাদকে কারণ দশানোর নোটিশও দেওয়া হয়েছে।
জানা যায়, ভুক্তভোগী আমেনা বেগমের দাদার মৃত্যুর পর ৫ ছেলে ওই সম্পত্তি ওয়ারিশ হয়। সেই থেকে আমেনার বাপ চাচারা তাদের পৈত্রিক সূত্রে ও ক্রয়কৃত সম্পত্তি মৌখিক ভাগ বাটোয়ারা করে ভোগদখল করে আসছিলো। পরর্তীতে বাপ চাচাদের মৃত্যুর পর ওয়ারিশপ্রাপ্ত সম্পত্তি সঠিক বণ্টনের মাধ্যমে ভোগ দখল করতে গেলে আমেনা বেগমের চাচা আজিজুর রহমানের ওয়ারিশগন বিরোধীতা করেন। বিগত ৫ আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে পর মীর আবুল হাশেম ও ইলিয়াস কাশেম আমার ভাইবোনসহ অন্যদের হয়রানি ও নির্যাতন করে যাচ্ছে। বৈষম্যবিরোধী ছাত্র জনতা ও বিএনপি’র নাম ভাঙিয়ে আমাদের সখীপুর মৌজার ৭৬ ও ১০৭ দাগের যৌথ মালিকানাধীন সম্পত্তিতে অনধিকার প্রবেশ করে ভাঙচুর করে। পরে আমার চাচা আজিজুর রহমানের ওয়ারিশানরা এককভাবে সম্পত্তি দখল করার লক্ষ্যে জোর পূর্বক মার্কেট নির্মান শুরু করে বর্তমানে তা ভাড়া দিয়েছে। এসময় বাধা দিতে গেলে আমাদের সবাইকে মারপিট করে ও প্রাণনাশের হুমকি দেয়।
ভুক্তভোগী আমেনা বেগম বলেন, গত ২৬ ডিসেম্বর সকালে মীর আবুল হাশেমের নেতৃত্বে তার সহোদর ভাই হারুন মাহমুদ ওরফে হারুন কিশোর, বোন কোহিনুর, ও আরেক ভাই ইলিয়াস কাশেমসহ পরিবারের অন্যান্য ভাই-বোন এবং আত্মীয়-স্বজন মিলে আমাদের দখলীয় জমির একটি ঘর ভাঙচুর করে। আমাদের ৪/৫ জন নারীকে এলোপাতাড়ি মারধর করে। আমরা আহত হয়ে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা গ্রহণ করি।
তিনি আরো বলেন, ইতিমধ্যে আমরা এই জমির অনেক মামলায় জয়লাভ করেছি। কেউ যাতে জোর করে কাজ না করতে পারে সেজন্য নিম্ন আদালতে ও হাইকোর্টে মামলা করেছি। হাইকোর্ট উভয় পক্ষকে স্থিতি থাকার নির্দেশ দিয়েছেন। তারা হাইকোর্টের নির্দেশ অমান্য করে ৫ আগস্টের পর দখল ও লুটপাটে মেতে উঠে।
এদিকে ভুক্তভোগী পরিবারের অভিযোগের প্রেক্ষিতে জেলা বিএনপি গত ২৯ ডিসেম্বর মীর আবুল হাশেম আজাদকে কারণ দর্শানোর নোটিশ দেন। জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত নোটিশে মীর আবুল হাশেমকে ৭ দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। তা নাহলে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শান্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।
অভিযোগের ব্যাপারে সখীপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মীর আবুল হাশেম বলেন, আমারর নানার বাড়ির জমিতে ৫ আগস্টের পরে মার্কেট নিমাণ করেছি। আমি নোটিশের জবাবও দিয়েছি।
এ ব্যাপারে টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল বলেন, তিনি নোটিশের জবাব দিয়েছেন। নোটিশের জবাব দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
বিবার্তা/ইমরুল/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]