নরসিংদীতে
মশক নিধনসহ হাড়িধোয়া নদীর পরিচ্ছন্নতা অভিযান শুরু
প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৫, ১৮:১৮
মশক নিধনসহ হাড়িধোয়া নদীর পরিচ্ছন্নতা অভিযান শুরু
নরসিংদী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

তারুণ্যের উৎসব ২০২৫-এ নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে নরসিংদীতে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু করেছে নরসিংদী পৌরসভা ও জেলা প্রশাসন।


বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক কার্যালয় ও নরসিংদী বাজার সংলগ্ন হাড়িধোয়া নদী এলাকায় এ কর্মসূচীর উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধূরী।


এসময় জেলা প্রশাসক জানান, নরসিংদী পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের মাধ্যমে শহরতলীর হাড়িধোয়া নদী তীরের ঝোপঝাড় পরিষ্কার, বর্জ্য অপসারণ ও মশা নিধনে ওষধ স্প্রে করার মাধ্যমে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু করা হয়েছে। এ কর্মসূচীর আওতায় শহরতলীর হাড়িধোয়া নদী তীরের বর্জ্য অপসারণ, নদীতে ময়লা আবর্জনা ও কারখানার বর্জ্য ফেলা বন্ধ করা হবে। আগামী ২১ ফেব্রুয়ারি পর্যন্ত হাড়িধোয়া নদী তীরে এ পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে বলে জানান জেলা প্রশাসক। পর্যায়ক্রমে অন্যান্য এলাকায় এমন কর্মসূচী শুরু করা হবে বলেও জানান তিনি।


এসময় নরসিংদী পৌরসভার প্রশাসক মৌসুমী সরকার রাখি, সিভিল সার্জন সৈয়দ আমিরুল হক শামীম, নরসিংদী পরিবেশ অধিদপ্তরের উপ পরিচালক কামরুজ্জামান সরকার, নরসিংদী প্রেসক্লাবের সভাপতি মো. নূরুল ইসলামসহ জেলা প্রশাসন ও পৌরসভার অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


বিবার্তা/কামরুল/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com