
শরণখোলায় বিএনপির বহিস্কৃত নেতা খান মতিউর রহমানের বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেছে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী মহিলা দল। অপরদিকে উপজেলা বিএনপির নেতৃবৃন্দ এক সাংবাদিক সম্মেলনে তাকে অবাঞ্চিত ঘোষণা করেছেন।
৫ অক্টোবর, শনিবার সন্ধ্যায় মোরেলগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুল জব্বার মোল্লা লিখিত বক্তব্যে বলেন, গত ৩ অক্টোবর সন্ধ্যায় শরণখোলা সরকারি কলেজ মিলনায়তনে সংগঠন বিরোধী ও গঠনতন্ত্র বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকা শরণখোলা উপজেলা বিএনপি থেকে বহিস্কৃত খান মতিউর রহমান বিএনপির ব্যানারে সভা করে জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য কাজী খায়রুজ্জামান শিপনকে উদ্দেশ্য করে মনগড়া, কাল্পনিক ও কুরুচিপূর্ণ বক্তব্য দেন। যা পরবর্তীতে সামাজিক যোগাযোগ মধ্যমে ছড়িয়ে পরে। এতে বাগেরহাট-৪ আসনে দুইবারের মনোনয়ন পাওয়া বিএনপি নেতা কাজী শিপন ও মোরেলগঞ্জ-শরণখোলার বিএনপিকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করা হয়।
মোরেলগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির পক্ষ থেকে সংগঠন বিরোধী খান মতিউরের দেয়া বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদসহ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির আহ্বায়ক শহিদুল হক বাবুল, যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান বাচ্চু, এফ এম শামীম আহসান, ফকির রাসেল আল ইসলাম, পৌর বিএনপির আহ্বায়ক শিকদার ফরিদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক ফারুক হোসেন সামাদ, পৌর শ্রমিক দলের সভাপতি মাসুদ খান চুন্নু, সাধারণ সম্পাদক মশিউর রহমান জুয়েল, পৌর মহিলা দলের সাধারণ সম্পাদক সুমাইয়া আক্তার প্রমূখ উপস্থিত ছিলেন।
এর আগে, ওই দিন সন্ধ্যায় বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপনকে উদ্দেশ্য করে কটূক্তি করায় মোরেলগঞ্জ প্রেসক্লাবের সামনের সড়কে ঝাড়ু মিছিল করেন মহিলা দলের নেতাকর্মীরা।
বিবার্তা/রাজু/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]