
ফেনীতে আওয়ামী লীগের ব্যানারে ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়েছে। ৮ মে, বৃহস্পতিবার সকাল ৬টার দিকে ফেনী কলেজরোডে এই মিছিল অনুষ্ঠিত হয়।
জানা গেছে, বৃহস্পতিবার ফেনী জেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ফেসবুক ওয়ালে একটি মিছিলের ভিডিও প্রকাশ পায়। ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ১ মিনিট ১৩ সেকেণ্ডের একটি মিছিলের একটি ভিডিও ভাইরাল হয়েছে।
ভিডিওতে ''শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই", "শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে", "জয়বাংলা, জয় বঙ্গবন্ধু " এসব স্লোগান দেয়া হয়।
এদিকে আওয়ামী লীগের ব্যানারে প্রকাশ্যে মিছিলে অংশগ্রহণকারীদের গ্রেফতারের দাবিতে বৃহস্পতিবার বিকালে বিক্ষোভ মিছিল করেছেন ফেনী কলেজ ছাত্রদল ও পৌর ছাত্রদল নেতৃবৃন্দ। মোবাইল নাম্বার বন্ধ থাকায় মিছিলের বিষয়ে আওয়ামী লীগের দায়িত্বশীল কোন নেতার বক্তব্য পাওয়া যায়নি।
এ ব্যপারে ফেনী মডেল থানার ওসি শামসুজ্জামান বলেন, সকাল ৬টার দিকে কারা আওয়ামী লীগের ব্যানারে এ মিছিলে অংশ নিয়েছে, তদন্ত করে দেখা হচ্ছে।
বিবার্তা/মনির/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]