
নড়াইলের তিনটি উপজেলায় চলতি বোরো মৌসুমে ধানের বাম্পার ফলন হয়েছে। কৃষকের মুখে হাসি ফুটেছে, লাভের আশায় দিন গুনছেন কৃষকরা। জেলার বিভিন্ন মাঠে ধান কাটার কাজে ব্যস্ত সময় পার করছে কৃষকরা। আবার অনেক মাঠের ধান ইতোমধ্যে কেটে ফেলেছে কৃষকরা। গত সপ্তাহে আকস্মিক বৃষ্টিপাতের কারণে অনেক কৃষকের মাঠে কাটা ধান ভিজে গেছে। ফলে ভিজে যাওয়া ধান মাঠেই শুকাচ্ছে ও মাঠ থেকে ধান মাড়াই করে বাড়িতে নিচ্ছে।
নড়াইল জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-সহকারি কৃষি কর্মকর্তা নিপু মজুমদার জানান, চলতি মৌসুমে জেলার তিনটি উপজেলায় মোট ৫০ হাজার ২৮০ হেক্টর জমিতে বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও আবাদ হয়েছে ৫০ হাজার ২৯০ হেক্টর জমিতে। এর মধ্যে নড়াইল সদর উপজেলায় ২৩ হাজার ৩৩৫ হেক্টর, লোহাগড়া উপজেলায় ১০হাজার ৩৩৫ হেক্টর এবং কালিয়া উপজেলায় ১৬ হাজার ৬২০ হেক্টর জমিতে বোরোর আবাদ হয়েছে। তিন উপজেলায় ২লাখ ৩০ হাজার মেট্রিক টন চাল উৎপাদনের সম্ভাবনা রয়েছে। অনেক কৃষক ইতোমধ্যেই ধান কাটা প্রায় সম্পন্ন করেছেন। বৃহস্পতিবার (৮মে) পর্যন্ত জেলায় ৭০ শতাংশ পাকা ধান কাটা সম্পন্ন হয়েছে বলে তিনি জানান।
নড়াইল সদর উপজেলার কলোড়া গ্রামের কৃষক সুলতান মোল্যা জানান, আবহাওয়া অনুকূলে থাকায় চলতি মওসুমে বোরো ধানের ফলন ভালো হয়েছে। আমরা এখন আনন্দের সঙ্গে পাকা ধান কেটে মাড়াই শেষে ঘরে তুলছি। বিছালী গ্রামের আজাহার গাজী জানান, ৫০ শতক জমিতে ধান চাষ করে তিনি ৫০মন পেয়েছেন। তবে ফলন ও ভালো হয়েছে।
এবার উচ্চ ফলনশীল হাইব্রিড ধানের জাতগুলো হলো ইস্পাহানি সেভেন, এসিআই’র বন্ধু, সিনজেন্টাল’র হীরা ১২, ব্র্যাকসিডের সাথী, আফতাবের ১০৬, সুপ্রিম সীডের হীরা সিক্স এবং দেশি জাতের ব্রি ধান ৭৪, ব্রি ধান ১০০, ১০২, বিনা ২৫ জাতসহ বিভিন্ন উচ্চ ফলনশীল ধানের আবাদ হয়েছে এ বছর।
নড়াইল জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ জসীম উদ্দিন জানান, চলতি মৌসুমে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে বোরো ধানের চাষাবাদ হয়েছে। কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার, কীটনাশকসহ বিভিন্ন কৃষি প্রণোদনা দেয়া হয়েছে। সার ও কীটনাশকের কোন ঘাটতি না থাকায়, চাষিদের সেচ সুবিধা থাকায় এবং ধানের ভালো দাম পাওয়ায় কৃষকরা চলতি মৌসুমে বোরো ধানের ব্যাপক চাষ করেছে।
বিবার্তা/শরিফুল/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]