
পূর্ব সুন্দরবনের চাদঁপাই রেঞ্জের ঢাংমারী খালের ওলারভারানী এলাকা থেকে নৌকাসহ ৪২ কেজি মাংস জব্দ করেছে বন বিভাগ।
বুধবার (৭ মে) দিবাগত রাতে বন বিভাগের ঢাংমারী ষ্টেশনের ওলারভারানী এলাকায় একটি নৌকা যাওয়ার সময় নৌকাসহ এই হরিণের মাংস উদ্ধার করা হয়। তবে এর সাথে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি বলেও জানায় বনরক্ষীরা।
ঢাংমারী ষ্টেশন কর্মকর্তা সুরজিৎ চৌধুরী জানান, একদল চোরা শিকারি সুন্দরবন থেকে হরিণ শিকার করে নৌকায় নিয়ে যাচ্ছে এমন সংবাদ পেয়ে ওই এলাকায় অভিযান চালায় বনরক্ষীরা। ওই নৌকাটিতে ৪ জন হরিণ শিকারি যাওয়ার সময় তাদের ধাওয়া করে বন কর্মীরা। এসময় চোরা শিকারিরা খালে কিনারায় নৌকা রেখে বনের গহীনে পালিয়ে যায়।
পরে ওই নৌকায় তল্লাশী করে ৪২ কেজি হরিণের মাংস, বরফ ককসেটসহ মাংস রান্না করার সরঞ্জামাদি উদ্ধার করে। জব্দ করা নৌকা এবং উদ্ধারকৃত মাংস ও মালামাল মামলা দায়েরের পরে আদালতে সোপর্দ করা হবে বলে জানায় তিনি।
বিবার্তা/জাহিদ/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]