চবিতে হবে দুইদিনব্যাপী ছায়া জাতীয় আইনসভা
প্রকাশ : ০৮ মে ২০২৫, ১৬:৫৭
চবিতে হবে দুইদিনব্যাপী ছায়া জাতীয় আইনসভা
চবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) প্রথমবারের মতো হতে যাচ্ছে দুই দিনব্যাপী নিলস-এলইবি ছায়া জাতীয় আইনসভা ২০২৫। দ্যা নেটওয়ার্ক ফর ইন্টারন্যাশনাল ল' স্টুডেন্টস (নিলস) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চ্যাপ্টার এবং লিগ্যাল এম্পাওয়ারমেন্ট বাংলাদেশ (এলইবি) আয়োজনে আগামী ২৩ ও ২৪ই মে এটি অনুষ্ঠিত হবে।


৮ মে, বৃহস্পতিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আয়োজকরা এ ব্যাপারে নিশ্চিত করেন।
লিখিত বক্তব্যে আয়োজনরা বলেন, আইনসভায় তিনটি সংসদীয় ঘর থাকবে। প্রথম সংসদীয় ঘরে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর সীমাবদ্ধতা এবং যুগোপযোগী সংস্কারের প্রস্তাব উপস্থাপন করা হবে। দ্বিতীয় সংসদীয় ঘরে মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর সীমাবদ্ধতা এবং বিদেশে অর্থ পাচার প্রতিরোধের সমাধান নিয়ে আলোচনা হবে। তৃতীয় সংসদীয় ঘরে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর কার্যকারিতা এবং প্রান্তিক জনগোষ্ঠীর সুরক্ষায় আইনটি আরও কার্যকর করার প্রস্তাব উপস্থাপন করা হবে।


লিখিত বক্তব্যে আরও বলা হয়, এই সম্মেলনে দেশের ৪০টি পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীরা অংশগ্রহণ করবেন। বিশেষ অতিথি হিসেবে থাকবেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রভাষকবৃন্দ এবং আইন বিশেষজ্ঞরা।


এই সম্মেলন শিক্ষার্থীদের সংসদীয় আচরণ, আইন প্রণয়নের প্রক্রিয়া এবং সমসাময়িক আইনি সমস্যাবলীর বিষয়ে বাস্তব অভিজ্ঞতা দেবে। এটি গবেষণার আগ্রহ বাড়ানো, যুক্তিবোধ উন্নয়ন এবং ভবিষ্যৎ নেতৃত্বের গুণাবলি তৈরিতে কার্যকর ভূমিকা রাখবে। ভবিষ্যৎ প্রজন্মের দক্ষ আইনবিদ গড়ে তোলার লক্ষ্যে এই সম্মেলন একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। আইনের শিক্ষার্থীদের জন্য এটি হবে একটি যুগান্তকারী অভিজ্ঞতা, যা দেশের আইনি কাঠামোকে ভবিষ্যতে আরও সমৃদ্ধ করতে সহায়ক হবে।


সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নিলস চবি শাখার সভাপতি রাব্বি তৌহিদ, লিগ্যাল এমপাওয়ারম্যান্ট বাংলাদেশ এর নির্বাহী পরিচালক মো: খাইরুল ইসলাম বাংলাদেশ এর নির্বাহী পরিচালক মো. খাইরুল ইসলাম ও লিগ্যাল এমপাওয়ারম্যান্ট বাংলাদেশ এর হেড অব টিম লিগ্যাল প্রজেক্ট ম্যানেজমেনট আব্দুল্লাহ মুহাম্মদ ইয়াছের।


বিবার্তা/মহসিন/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com