
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন সাবেক রেলমন্ত্রী মোহাম্মদ নুরুল ইসলাম (সুজন)।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকাল পৌঁনে ৫টার দিকে অসুস্থ অবস্থায় পুলিশের প্রিজন ভ্যানে হাসপাতালে নিয়ে আসেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের ওয়ানস্টপ ইমারজেন্সি সার্ভিস সেন্টার (ওসেকে) চিকিৎসা দেওয়া হয়েছে।
ঢাকা মেডিকেল জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক কিশোর কুমার সাহা জানান, সাবেক রেলমন্ত্রী বুকে ব্যথা অনুভব করায় পুলিশ তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে কার্ডিওলজি বিভাগের(সিসিইউ) তে পাঠানো হবে। সন্ধ্যা ছয়টার দিকে চিকিৎসা শেষে তাকে পুলিশ সদস্যরা নিয়ে যান।
বিবার্তা/বুলবুল/এসএ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]