
পিলারের যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে প্রায় ১১ ঘণ্টা পর পুরো অংশে চলাচল শুরু হয়েছে মেট্রোরেল।
ফার্মগেট স্টেশনের কাছে ভায়াডাক্ট স্প্রিং দেবে যাওয়ায় বুধবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার পর থেকে আগারগাঁও থেকে মতিঝিল অংশে মেট্রোরেল চলাচল বন্ধ রাখা হয়। পরে তা সারাতে কাজ করেন প্রকৌশলী ও কর্মীরা।
সারাদিন বন্ধ থাকার পর রাত সোয়া ৮টার পর মেট্রোরেল চালু হওয়ার খবর জানান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রউফ।
তিনি বলেন, মেরামত শেষে মেট্রোরেল চলাচলের জন্য সম্পূর্ণ প্রস্তত করার পর তাপমাত্রা নিয়েন্ত্রণে আসার পর আমরা চলাচল শুরুর জন্য ট্রায়াল শেষে অপারেশনে গিয়েছি। এখন চলাচল শুরু করেছে।
এর আগে সকাল সাড়ে ১০টার দিকে মেট্রোরেল পরিচালনাকারী কর্তৃপক্ষ ডিএমটিসিএলের কর্মীরা পড়ে যাওয়া বিয়ারিং প্যাডটি মেরামতের কাজ শুরু করে।
ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রউফ এর আগে জানান, বিয়ারিং প্যাডটি ভায়াডাক্টের নিচে ও পিলারের উপরে থাকে। এটা দুই থেকে তিন ইঞ্চি দেবে গিয়েছিল। আমরা কোনো রিস্ক না নিয়ে সকাল থেকে আগারগাঁও থেকে মতিঝিল অংশে মেট্রোরেল চলাচল বন্ধ রেখেছি।
প্রায় ১১ ঘণ্টা আগারগাঁও-মতিঝিল অংশে ট্রেন চলাচল বন্ধ থাকলেও উত্তরা উত্তর থেকে আগারগাঁও অংশে ট্রেন চলাচল স্বাভাবিক ছিল।
বিবার্তা/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]