আগামীকাল রবিবার সকাল ১০টা থেকে আবারও শাহবাগ অবরোধের ঘোষণা দিয়েছে চাকরির বয়সসীমা বৃদ্ধি দাবি করা আন্দোলনকারীরা। সরকারের পক্ষ থেকে কমিশন গঠনের আশ্বাস দেয়া হলেও সেটা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন তারা।
৭ সেপ্টেম্বর, শনিবার দিনভর আন্দোলন শেষে সন্ধ্যায় আন্দোলনে সমন্বয়কারীদের একটি প্রতিনিধিদল প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় অবস্থানরত আসিফ নজরুলের সাথে বৈঠক করেন। বৈঠক শেষে শাহবাগে এক ব্রিফিংয়ে তারা এ ঘোষণা দেন।
এদিন রাত ৮টা ৪৫ মিনিটে আজকের মতো শাহবাগ থেকে অবরোধ তুলে নেয় তারা। এরপর থেকে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
ব্রিফিংয়ে আন্দোলনকারীরা চাকরির মেয়াদ বাড়ানোর দাবি পূরণের জন্য আগামীকাল সকাল ১০টা পর্যন্ত আল্টিমেটাম দিয়েছে। এদিন সকাল ১১টা থেকে জাতীয় জাদুঘরের সামনে মহাসমাবেশ শুরু হয়। সারাদেশ থেকে আসা চাকরি প্রত্যাশীরা অংশগ্রহণ করেন। এরপর দুপুর ১টার দিকে তারা শাহবাগ মোড়ে সড়ক অবরোধ করলে সড়কে যান চলাচল বন্ধ হয়ে আশেপাশের সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়।
বিবার্তা/এসএ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]