অবৈধ অস্ত্র উদ্ধারে সহযোগিতার আহ্বান ডিএমপির
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৪, ১৭:০১
অবৈধ অস্ত্র উদ্ধারে সহযোগিতার আহ্বান ডিএমপির
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ বাহিনীর বিশেষ অভিযান চালানোর ক্ষেত্রে তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।


৫ সেপ্টেম্বর, বৃহস্পতিবার ডিএমপি মিডিয়া ও জনসংযোগ বিভাগ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৪ সেপ্টেম্বর থেকে স্থগিতকৃত লাইসেন্সের অধীন থানায় জমা না হওয়া আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ এবং পুলিশসহ বিভিন্ন বাহিনী, সংস্থার বেহাত, হারানো অস্ত্রসহ সব ধরনের অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ অভিযান শুরু হয়েছে। কারও কাছে অবৈধ অস্ত্রের তথ্য থাকলে তা পুলিশকে বলতে অনুরোধ করেছে।


ঢাকা মেট্রোপলিটন পুলিশ ‘এ মহানগরীকে অবৈধ অস্ত্রমুক্ত করতে বদ্ধপরিকর’ বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।


যেভাবে তথ্য দিতে হবে:


কারও কাছে অবৈধ অস্ত্র সংক্রান্ত কোনও তথ্য থাকলে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন বা কাছের থানায় তথ্য দেওয়া যায়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের ফেসবুক পেজের ইনবক্সে কিংবা নিম্নেবর্ণিত হোয়াটসঅ্যাপ নম্বরেও জানানো যাবে।


তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে বলেও জানানো হয়েছে।


> জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯


> হোয়াটসঅ্যাপ নং: 01320-037870, 01320-037871


> ফেসবুক পেজ লিংক: https://www.facebook.com/dmpdhaka


বিবার্তা/জেনি/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com