
রাজধানীর সচিবালয়ের সামনে আনসারের আন্দোলনের সময় লাঠির আঘাতে মোহাম্মদ শাহিন হাওলাদার (৪৫) নামে এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি পেশায় রেন্ট-এ-কারের চালক ছিলেন।
বুধবার (৪ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে চিকিৎসাধীন অবস্থায় নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)-তে মারা যান তিনি।
উল্লেখ্য, গত ২৫ আগস্ট রাত সাড়ে নয়টার দিকে সচিবালয়ের সামনে আনসারদের ধাওয়া-পাল্টা ধাওয়ার সময় লাঠির আঘাতে গুরুতর আহত হন। পরে আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক তাকে ভর্তি করা হয়।
নিহতর ছেলে মোহাম্মদ বিশাল জানান, আমার বাবার সচিবালয় এর সামনে রেন্ট-এ-কার অফিস রয়েছে সেখানকার গাড়ি চালাতেন। রাত সাড়ে নয়টার দিকে সচিবালার সামনে আন্দোলনরত আনসার সদস্যদের মধ্যে ছাত্রদের সঙ্গে সংঘর্ষের সময় আমার বাবা আনসারের লাঠি আঘাতে আহত হন। পরে ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালের দিকে বাবা মারা যান।
তিনি আরো বলেন, আমাদের বাড়ি বাগেরহাট জেলার মংলা থানার দক্ষিণ বাজিকারের খন্ড গ্রাম। তার পিতা সোবহান হাওলাদার।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ ফারুক বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল জরুরী বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
বিবার্তা/এসএ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]