
পঞ্চগড়ের আটোয়ারীতে সড়ক দুর্ঘটনায় মো. শাকিব (২৩) নামে এক আনসার সদস্যের মৃত্যু হয়েছে। শাকিব উপজেলার রাধানগর ইউনিয়নের বামনদিঘি এলাকার শহিদুল ইসলামের ছেলে।
১ সেপ্টেম্বর, রবিবার দুপুরে উপজেলার পল্লী বিদ্যুৎ মোড়ে এ দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত শাকিব মোটরসাইকেল যোগে বাড়ি থেকে ফকিরগঞ্জ বাজারের দিকে যাচ্ছিল। গাড়ির গতি বেশি থাকায় অপর দিকে থেকে আসা অটোরিক্সা দেখে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপরে পড়ে যায় এবং অটোরিক্সার সাথে ধাক্কা খায়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থা আশংকাজনক মনে হলে কর্তব্যরত চিকিৎসক ঠাকুরগাঁও সদর হাসপাতালে রেফার করেন। ঠাকুরগাঁও সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মো. মুসা মিয়া জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত শাকিবের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরে তাকে ঠাকুরগাঁও সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই মারা যায়। এ নিয়ে থানায় একটি ইউডি মামলা করা হবে বলে তিনি নিশ্চিত করেন।
বিবার্তা/বিপ্লব/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]