বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি-রফতানি গ্রুপের নতুন কমিটি
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৪, ১৯:০৬
বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি-রফতানি গ্রুপের নতুন কমিটি
পঞ্চগড় প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি-রফতানিকারক গ্রুপের ১৩ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।


নতুন এ কমিটিতে সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল করিম শাহীনকে আহ্বায়ক করা হয়েছে।


৩১ আগস্ট, শনিবার দুপুরে বাংলাবান্ধা স্থলবন্দরের হলরুমে বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি-রফতানিকারক গ্রুপের এক সাধারণ সভায় এ কমিটি ঘোষণা করা হয়।


জানা গেছে, পূর্বের কমিটির মেয়াদ শেষ হওয়াতে সেই কমিটিকে বিলুপ্ত ঘোষণা করে সব আমদানি-রফতানিকারক ও ব্যবসায়ীর সম্মতিক্রমে ১৩ সদস্য বিশিষ্ট এই কমিটি ঘোষণা করা হয়৷ আগামী ৩ মাসের মধ্যে সদস্য সংগ্রহসহ যাবতীয় কাজ শেষে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে ৪র্থ মাসে ভোটের আয়োজন করবেন নতুন কমিটি।


আহ্বায়ক কমিটি সদস্যরা হলেন- রাশেদ আলী সরকার, আবুল কালাম আজাদ, আবদুল্লাহ আল মামুন, মোতালেব, সোহেল রানা মানিক (প্রধান), হারুনুর রশিদ বাবু, মোজ্জাফর হোসেন, অ্যাডভোকেট আহসান হাবিব সরকার, ইদ্রিস আলী, রুবেল আলী, আব্দুল লতিফ ও আনসার আলী।


এসময় সভায় বাংলাবান্ধা স্থলবন্দরের সব ব্যবসায়ী, সিএন্ডএফ এজেন্টসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


বাংলাবান্ধা আমদানি রফতানিকারক গ্রুপের নতুন আহ্বায়ক রেজাউল করিম শাহীন বলেন, বাংলাবান্ধা স্থলবন্দর একটি চতুর্দেশীয় স্থলবন্দর। বাংলাদেশের অপার সম্ভাবনাময় বন্দরটি। এ স্থলবন্দরে ব্যবসায়ীদের স্বার্থে দলমত নির্বিশেষে সবাই মিলে একটি সুন্দর ব্যবসায়িক পরিবেশ গঠন করাই আমাদের মূল লক্ষ্য। সেই লক্ষ্যে আমরা কাজ করে যাব।


বিবার্তা/বিপ্লব/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com