হিলি স্থলবন্দর ট্রাক মালিক গ্রুপের সভাপতি আব্দুল হাকিম সম্পাদক হযরত আলী
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৪, ২২:১৪
হিলি স্থলবন্দর ট্রাক মালিক গ্রুপের সভাপতি আব্দুল হাকিম সম্পাদক হযরত আলী
হিলি (দিনাজপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

হিলি স্থলবন্দর ট্রাক মালিক গ্রুপের সভাপতি নির্বাচিত হয়েছেন আব্দুল হাকিম মন্ডল ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন হযরত আলী।


২৮ আগস্ট, বুধবার দুপুরে দিনাজপুরের হিলিতে হিলি স্থলবন্দর আমদানি রপ্তানি পণ্য পরিবহন ট্রাক মালিক গ্রুপের সাধারণ সভায় এ কমিটি ঘোষণা করা হয়।


হিলি বন্দরের চারমাথা ট্রাক মালিক গ্রুপের কার্যালয়ে সিনিয়র সহ-সভাপতি শহিদুল ইসলাম শহিদের সভাপতিত্বে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।


সাধারণ সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল হাকিম মন্ডল, হাকিমপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, সাবেক হাকিমপুর উপজেলা চেয়ারম্যান কামাল হোসেন রাজ, ট্রাক মালিক গ্রুপের সদস্য মোস্তাফিজুর রহমান মোস্তাক মাস্টার, মামুনুর রশিদ লেবু, নবীবুল ইসলাম, জোয়ারদার হোসেন, সাইফুল ইসলাম প্রমুখ।


আলোচনা সভা শেষে ট্রাক মালিক গ্রুপের সদস্যদের মতামতের ভিত্তিতে আব্দুল হাকিম মন্ডলকে সভাপতি ও হযরত আলীকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।


বিবার্তা/রব্বানী/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com