
দিনাজপুরের হাকিমপুর হিলিতে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ মতবিনিময় সভায় বন্যা দুর্গতদের জন্য অর্থ সংগৃহীত করা হয়েছে।
বুধবার (২৮ আগস্ট) দুপুরে উপজেলার এন কে রেসিডেন্সিয়াল স্কুলে উপজেলা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠা প্রধান (স্কুল, কলেজ ও মাদ্রাসা) ঐক্য পরিষদের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
হাকিমপুর মহিলা কলেজের অধ্যক্ষ মো. মামুনুর রশীদ এর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, উপজেলা জামায়েত ইসলামির আমীর মোঃ আমিনুল ইসলাম, ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক গোহাড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেনে, পাউশগাড়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ মামুনুর রশীদ, হাবিবপুর ফাজিল মাদ্রাসার, অধ্যক্ষ হারুন অর রশিদ, প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুস, আতিয়ার রহমান, দিলজার রহমান, এনামুল হক, সুবীর চন্দ্র, মাদ্রাসার সুপার মোঃ মোজাহার আলী, গোলাম মোস্তফা, মামুনুর রশীদসহ আরও অনেকে।
এসময় বক্তারা উপজেলায় শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ বক্তব্য ও পরামর্শ প্রদান করেন।
মতবিনিময় সভা শেষে হাকিমপুর উপজেলা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সমূহের শিক্ষক শিক্ষার্থীর পক্ষ থেকে ১,০১,০০৩ (এক লাখ এক হাজার তিন টাকা) বন্যা দুর্গতদের জন্য সংগ্রহ করা হয়।
বিবার্তা/রববানী/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]