হাসপাতালের অনিয়মের বিরুদ্ধে পঞ্চগড়ে মানববন্ধন অনুষ্ঠিত
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৪, ১৯:৫৩
হাসপাতালের অনিয়মের বিরুদ্ধে পঞ্চগড়ে মানববন্ধন অনুষ্ঠিত
পঞ্চগড় প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

'অনিয়ম যখন নিয়ম হয়ে যায়, প্রতিবাদ করা তখন দায়িত্ব হয়ে যায়' এই প্রতিপাদ্যে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের চিকিৎসক সংকটসহ নানা অনিয়মের অভিযোগ তুলে মানববন্ধন ও কর্মসূচি পালন করেছে পঞ্চগড়বাসী ব্যানারে একটি সংগঠন।


বুধবার (২৮ আগস্ট) দুপুরে পঞ্চগড়বাসীর ব্যানারে পঞ্চগড় সিভিল সার্জন অফিসের সামনে পঞ্চগড়-তেতুঁলিয়া মহাসড়কের পাশে দাঁড়িয়ে এই কর্মসূচি পালন করা হয়।


মানববন্ধনে গণঅধিকার পরিষদ পঞ্চগড় জেলা কমিটির আহ্বায়ক মাহফুজুর রহমান বক্তব্য রাখেন।


এ সময় তিনি বলেন, হাসপাতালের নানা অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ জানাই। নিম্নমানের স্বাস্থ্যসেবা বাড়ানো ও রোগীর সাথে সেবা সংশ্লিষ্টদের ভালো আচরণ করা আবশ্যক। একই সাথে হাসপাতালের আড়াইশ শয্যা নতুন ভবনের কার্যক্রম দ্রুত চালুর দাবি জানান।


পরে পঞ্চগড় সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান মানববন্ধনে গিয়ে সমস্যা সমাধানের আশ্বাস দেন।


মানববন্ধনে গণ অধিকার পরিষদ পঞ্চগড় জেলা শাখার যুগ্ন আহব্বায়ক জাহাঙ্গীর আলম, যুগ্ন সদস্য সচিব মিঠু ইসলাম, তৌকির আহম্মেদ, তানজিদ আহম্মেদ, মজিবুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।


বিবার্তা/বিপ্লব/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com