হিলিতে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে সংবাদ সম্মেলন
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৪, ১৯:২০
হিলিতে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে সংবাদ সম্মেলন
হিলি, দিনাজপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দিনাজপুরের হিলি হাকিমপুরে বাংলাহিলি পাইলট স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম মোস্তফা কামালের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ও পদত্যাগের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।


বুধবার (২৮ আগস্ট) সকাল সাড়ে ১১ টায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের আয়োজনে হাকিমপুর প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।


বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা তাদের লিখিত বক্তব্য বলেন, বাংলাহিলি পাইলট স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম মোস্তফা কামাল প্রাতিষ্ঠানিক দুর্নীতি, প্রতিষ্ঠানের আর্থিক অনিয়ম ও শিক্ষার্থীদের সাথে দূর্ব্যবহারের জন্য নানান রকম অনিয়ম দৃশ্যপট হয়েছে। সকল প্রকার দুর্নীতি, প্রতিষ্ঠানের আর্থিক অনিয়ম এবং শিক্ষার্থীদের সাথের্ব্যহারের জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এর হাকিমপুরের পক্ষে শিক্ষা প্রতিষ্ঠানকে দুর্নীতি ও কলল্কমুক্ত করতে উক্ত প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে স্বেচ্ছায় পদত্যাগের দাবি জানাচ্ছি।


উল্লেখ্য, গত রবিবার ২৫ আগষ্ট বাংলাহিলি পাইলট স্কুল এন্ড কলেজ এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম মোস্তফা কামাল পদত্যাগের দাবিতে ইউএনও কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল করে অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। পরে ইউএনওর আশ্বাসের ভিত্তিতে শিক্ষার্থীরা প্রতিষ্ঠানে ফিরে আসে।


বিবার্তা/রববানী/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com