বিরামপুর সীমান্তে সাড়ে তিন কেজি সাপের বিষ আটক
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৪, ১৮:২৩
বিরামপুর সীমান্তে সাড়ে তিন কেজি সাপের বিষ আটক
হিলি, দিনাজপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ভারতে পাচারকালে দিনাজপুরের বিরামপুর সীমান্তে ২৩ কোটি টাকা মূল্যের তিন কেজি ৬০১ গ্রাম সাপের বিষ জব্দ করা হয়েছে।


বুধবার (২৮ আগস্ট) ভোর রাতে উপজেলার কাটলা ইউনিয়নের গোবিন্দপুর সীমান্ত এলাকা থেকে তা জব্দ করে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।


জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. নাহিদ নেওয়াজ জানিয়েছেন, উদ্ধার হওয়া সাপের বিষের মূল্য ২৩ কোটি ৪০ লাখ ৬৫ হাজার টাকা।


জানা গেছে, দাউদপুর সীমান্তের নামা গোবিন্দপুর সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে সাপের বিষ ভারতে পাচার হচ্ছে এমন গোয়েন্দা তথ্য পাওয়া যায়।


এরই ভিত্তিতে গতকাল মধ্যরাত আনুমানিক ৩টার দিকে দাউদপুর বিওপির টহল কমান্ডার নায়েক আসাদুজ্জামান নেতৃত্বে সেখানে অভিযান চালানো হয়। পরে ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় সাপের বিষভর্তি দুটি কাঁচের জার উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি।


জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. নাহিদ নেওয়াজ জানান, ভারতে অবৈধভাবে পাচারের সময় দাউদপুর সীমান্ত এলাকা থেকে সাপের বিষ জব্দ করা হয়েছে।


উদ্ধারকৃত সাপের বিষের আনুমানিক মূল্য ২৩ কোটি ৪০ লাখ ৬৫ হাজার। সব ধরনের চোরাচালানের বিরুদ্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।


বিবার্তা/রব্বানী/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com