
দিনাজপুরের খানসামা উপজেলায় ভারতীয় আগ্রাসন ও অন্যায়ভাবে বাঁধ খুলে দিয়ে বন্যার সৃষ্টি ও শিক্ষা প্রতিষ্ঠানে মব জাস্টিসের মাধ্যমে শিক্ষকদের জোরপূর্বক পদত্যাগ ও হয়রানির প্রতিবাদে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ আগস্ট) সকালে উপজেলার পাকেরহাট শাপলা চত্বরে প্রায় ঘণ্টাব্যাপী কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। এতে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ।
এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা মো. আজিজার রহমান তাঁর বক্তব্যে বলেন, গত ৫ আগস্ট স্বৈরাচারী হাসিনার পদত্যাগের পর দেশকে অস্থিতিশীল করতে নানাভাবে ষড়যন্ত্র চলছে। সেই সাথে বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষকদের হয়রানি ও জোরপূর্বক পদত্যাগ করানো এবং নানা অপকর্মের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেই সাথে সকলকে ছাত্র-জনতার মাধ্যমে অর্জিত দ্বিতীয় স্বাধীনতা রক্ষার জন্য সকলকে সজাগ থাকার আহ্বান জানান এবং ভারতীয় আগ্রাসন বন্ধে সরকারকে কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
বিবার্তা/জামান/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]