
কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার পাখিউড়ায় ডোবার পানিতে ডুবে কামরুল হাসান (২) ও হোসাইন (৩) নামের আপন চাচাতো দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।
১৯ আগস্ট, সোমবার বিকেলে উপজেলার দক্ষিণ চর সাজাই এলাকায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন রাজিবপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিমুর রহমান সেলিম।
স্থানীয় বাসিন্দারা জানান, বাড়ির উঠানে শিশু দুটি খেলতেছিল। একপর্যায়ে বাড়ির পাশে ডোবার পানিতে ডুবে নিখোঁজ হয় তারা। পরে পরিবারের লোকজন কোথাও খুঁজে না পেয়ে ডোবার পানিতে ভাসতে দেখে চিৎকার করলে স্থানীয় লোকজন এসে তাদের মরদেহ উদ্ধার করেন।
রাজিবপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিমুর রহমান সেলিম বলেন, আমি বিষয়টি জানার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে গিয়েছি। এ বিষয়ে আলাদা আলাদা অপমৃত্যু (ইউডি) মামলা করা হবে।
বিবার্তা/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]