লামায় বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার জন্মদিবস পালন
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৪, ২৩:০৭
লামায় বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার জন্মদিবস পালন
লামা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় কমিটির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিবস পালন করেছে বান্দরবান জেলার লামা উপজেলা ও পৌরসভা বিএনপিসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।


১৬ আগস্ট, শুক্রবার বিকেলে লামা বাজারস্থ জেলা পরিষদ গেস্ট হাউস মিলনায়তনে দিবসটি পালন করা হয়।


এ উপলক্ষে বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু, সুস্থতা, সাম্প্রতিক ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিল শেষে এক আলোচনা সভার সভাপতিত্ব করেন, উপজেলা বিএনপির একাংশ সভাপতি মো. আমির হোসেন।


এতে উপজেলা বিএনপির একাংশের সহসভাপতি রবিউল হোসেন ভুইয়া, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবু তাহের, পৌর বিএনপির যুগ্ন সম্পাদক আবু তাহের মিয়া, উপজেলা শ্রমিক দলের সভাপতি দেলোয়ার হোসেন বাহার, পৌর শ্রমিক দলের সভাপতি আবদুল বেলাল, উপজেলা যুবদলের আহবায়ক দেলোয়ার হোসেন রফিক ও যুগ্ন আহবায়ক সুলতান আকবর মোমিন।


উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাকির হোসেন ও সাধারণ সম্পাদক মো. মিরাজ প্রমুখ বক্তব্য রাখেন। এতে শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।


বিবার্তা/আরমান/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com