পঞ্চগড়ে আটোয়ারীতে ট্রিপল মার্ডারের রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। ঘটনার ১২ ঘণ্টার মধ্যে নবীন ইসলাম জাহিদ (২৮) নামে এক যুবককে আটক করা হয়। তার দেয়া তথ্যমতে মা ও দুই সন্তানকে হত্যার মূল রহস্য উদঘাটিত হয়।
১৫ আগস্ট, বৃহস্পতিবার বিকেলে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পঞ্চগড় পুলিশ সুপার এস, এম সিরাজুল হুদা।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার পশ্চিম সাতখামার এলাকার ফজলার রহমানের ছেলে গ্রেফতার হওয়া নবীন ইসলাম জাহিদ (২৮), বোদা পৌরসভার ইসলামবাগ (মোসলেমপুর) এলাকার শফিউর রহমানের ছেলে সাজ্জাদুর রহমান বাধঁন (২৭), নগরকুমারী এলাকার নওশাদ আলীর ছেলে রিমন ইসলাম (৩০), ইসলামবাগ (কলেজপাড়া) এলাকার সলিম উদ্দীনের ছেলে রিফাত (৩২) নামে এই চার যুবক হত্যাকাণ্ডের সাথে জড়িত। তারা চারজনেই ব্যবসায়ী সেলিম শেখের মুরগি খামারে কাজ করতো।
মুরগি খামারের খাবার চুরির দায়ে তাদেরকে কাজ থেকে বাদ দেয়া হয়। সেই থেকে পূর্ব শত্রুতার জের ধরে কাপড় ব্যবসায়ী সেলিম শেখের উপর ক্ষিপ্ত হন তারা। এক পর্যায়ে গত বুধবার রাতে তার বাসায় যান ওই ৪ যুবক। তাকে বাসায় না পেয়ে তার স্ত্রী ও দুই ছেলেকে ধারালো ছুরি ও বটি দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করেন তারা।
হত্যাকাণ্ডে জড়িত নবীন ইসলাম জাহিদ (২৮) নামে ওই যুবককে ঘটনাস্থল থেকে কিছু দূরে তার চাচা দেলোয়ার হোসেনের বাড়ি থেকে বৃহস্পতিবার ভোরে গ্রেফতার করে পুলিশ। পরে তার দেয়া স্বীকারোক্তি অনুযায়ী ঘটনাস্থলের কিছু দূরে আজিজুল ইসলামের বাঁশ ঝাড় থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্ত মাখা ধারালো ছুরি, বটি উদ্ধার করা হয়। তবে হত্যাকাণ্ডে জড়িত অপর তিন আসামি পলাতক রয়েছেন। তাদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
উল্লেখ্য, বুধবার (১৪ আগস্ট) রাতে আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নের কুরুলিয়া গ্রামের কাপড় ব্যবসায়ী সেলিম শেখের স্ত্রী তাসলিমা আক্তার (৩৫), পুত্র সৈতক (১৪) ও সাইহাম জীবন (৮) একই পরিবারের এই তিনজনকে নিজ বাড়িতে হত্যা করেন দুর্বৃত্তরা।
বিবার্তা/বিপ্লব/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]