কাউন্সিলরকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৪, ১৮:৩৩
কাউন্সিলরকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন
পঞ্চগড় প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পঞ্চগড় বোদায় সুগার মিলের সাব জোন কোয়াটারসহ ২০ শতক জমি নিজের পৈত্রিক সম্পত্তি দাবি করে এবং বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন বোদা পৌরসভার ১ নাম্বার ওয়ার্ডের কাউন্সিলর আরিফুর রহমান।


১৩ আগস্ট, মঙ্গলবার বিকেলে পঞ্চগড় জেলা শহরের সেন্ট্রাল গেস্ট হাউজের সম্মেলন কক্ষে এই সংবাদ সম্মেলন করেন তিনি।


এসময় তিনি বলেন, দুই দাগে ওই ২০ শতক জমিটিসহ মোট ১৬৭ শতক জমি তার দাদা তার বাবার আব্দল কুদ্দুসের নামে সুধীর ও অধিরের কাছ থেকে ১৯৬৩ সালে ক্রয় করেন। ওই ২০ শতক জমি সুগার মিল কতৃপক্ষ সুধীর ও অধিরের কাছ থেকে ১৯৭৭ সালে ক্রয় করেন।


জমির মালিকানার সব ধরণের কাগজপত্র থাকা সত্তেও দীর্ঘ সময় ধরে তাদেরকে মালিকানা থেকে বঞ্চিত করে রেখেছেন সুগার মিল কতৃপক্ষ দাবি কাউন্সিলরের।


সম্প্রতি জমির মালিকানা দাবি করে সাইবোর্ড ঝুলালে গত মঙ্গলবার বিভিন্ন গণমাধ্যমে বিএনপি নেতার জমি দখল শিরনামে একটি নিউজ প্রকাশিত হয়, যা ভিত্তিহীন উদ্দ্যেশ্য প্রণোদিত বলে জানান তিনি। একইসাথে, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।


তিনি বলেন, বিএনপি নেতা হিসেবে আমার নামে জমি দখলের খবর প্রকাশিত হওয়ায় আমি প্রতিবাদ জানাচ্ছি। মূলত ওই জমির মালিক তার বাবা আব্দুল কুদ্দুস। ভুলক্রমে তাদের পরিবারের লোকজন তার বাবার নামের পরিবর্তে তার নামের ব্যানার ঝুলিয়েছিল।


কাউন্সিলর আরিফুর রহমান বলেন, আগে ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক পদে থাকলেও বর্তমানে তিনি কোন পদে নেই। প্রশাসনসহ গণমাধ্যমকর্মীদের সবাইকে কাগজপত্র দেখার আহবান জানান তিনি।


যদি আমরা সঠিক হয়ে থাকি তবে আমাদের জমি আমাদের বুঝিয়ে দেয়া হোক বলে দাবি করেন তিনি।


বিবার্তা/বিপ্লব/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com