হাকিমপুর থানায় পুলিশের পাশাপাশি কাজ করবে বিজিবি
প্রকাশ : ১০ আগস্ট ২০২৪, ২২:০৭
হাকিমপুর থানায় পুলিশের পাশাপাশি কাজ করবে বিজিবি
হিলি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দিনাজপুরের সীমান্তবর্তী হাকিমপুর (হিলি) থানায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি কাজ করবে বর্ডার গার্ড বিজিবি। এরইমাঝে পুলিশের পাশাপাশি এক প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।


১০ আগস্ট, শনিবার বিকেলে পাঁচটায় হাকিমপুর থানা চত্বরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জয়পুরহাট ২০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাহিদ নেওয়াজ।


লেফটেন্যান্ট কর্নেল নাহিদ নেওয়াজ বলেন, দেশের বর্তমান প্রেক্ষাপটে আপনারা ইতোমধ্যে দেখেছেন বা জানেন আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে দেশের বিভিন্ন থানায় পুলিশের পাশাপাশি সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। যেহেতু হাকিমপুর থানা সীমান্তবর্তী থানা হওয়ায় এখানে সেনাবাহিনী না দিয়ে বিজিবি মোতায়েন করা হয়েছে। আমরা পুলিশের পাশে থেকে এই এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরলসভাবে কাজ করে যাব।


এসময় আরও উপস্থিত ছিলেন জয়পুরহাট ২০ বিজিবির উপ-সহকারী পরিচালক (এডি) মিজানুর রহমান, হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার অমিত রায়, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল হোসেন পিপিএম, পুলিশ পরিদর্শক ওসি (তদন্ত) এসএম জাহাঙ্গীর আলম, হিলি সিপি বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার ফজলুর রহমান, এসআই আরিফ হোসেন, সাদ্দাম হোসেন, মোস্তাফিজুর রহমান, হাকিমপুর প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বুলুসহ উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।


বিবার্তা/রববানী/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com