ঠাকুরগাঁওয়ে আন্দোলনে নিহতদের স্মরণে বিএনপির দোয়া মাহফিল
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৪, ২৩:০১
ঠাকুরগাঁওয়ে আন্দোলনে নিহতদের স্মরণে বিএনপির দোয়া মাহফিল
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঠাকুরগাঁওয়ে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত ও আহত ছাত্রছাত্রীদের স্মরণে মিলাদ ও দোয় মাহফিলের আয়োজন হয়েছে।


শুক্রবার (৯ আগস্ট) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার কলেজ পাড়ায় ৯নং পৌর বিএনপির নেতাকর্মীরা এই আয়োজন করে।


মিলাদ শুরুর আগে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন ঠাকুরগাঁও পৌর বিএনপির বিভিন্ন স্থরের নেতা কর্মীরা। এসময় তারা ঠাকুরগাঁওয়ের বিভিন্ন স্থানে হামলা, লুট ও সহিংসতা রোধে কাজ করতে ঐক্যবদ্ধ হতে একমত হয়।


এই বিষয়ে ঠাকুরগাঁও সেচ্ছাসেবক দলের নেতা মাহাবুব হাসান সুজন বলেন, এই অস্থির পরিস্থিতির সুযোগে কেউ যাতে কোনো হামলা ও লুট চালাতে না পারে। আমরা বিএনপির নেতাকর্মীরা একত্র হয়ে সকল সহিংসতা রোধে কাজ করে যাবো।


ঠাকুরগাঁও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার ইসলাম জুয়েল বলেন, আন্দোলনে নিহতদের স্মরণে আমরা একটি দোয়া মাহফিলের আয়োজন করেছি। আমরা সকলে মিলে একটি বৈষম্যবিরোধী সমাজ গড়ে তুলতে চাই।


এছাড়াও আলোচনা সভায় ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলী আকবর, ৯নং ওয়ার্ড জামাতে ইসলামের সভাপতি জাহেদুল ইসলাম, অ্যাডভোকেট টিটু, ছাত্রনেতা শাকিল সহ বিভিন্ন স্থরের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com