
ঝিনাইদহের কালীগঞ্জ পৌর এলাকায় ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাহেদ হোসেন (২১) নামের এক কলেজশিক্ষার্থী নিহত হয়েছেন।
৬ মার্চ, বুধবার সকাল ৯টার দিকে কালীগঞ্জ-কোটচাঁদপুর সড়কে বিহারি মোড় নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। এসময় মোটরসাইকেল আরোহী সাহেদ হোসেনের মাথায় আঘাত লেগে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু আজীব ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
সাহেদ হোসেন কালীগঞ্জ পৌর এলাকার আড়পাড়া (পশ্চিম মাটপাড়া) গ্রামের বাসিন্দা কীটনাশক ব্যবসায়ী রমজান আলীর ছেলে ও সরকারি মাহতাবউদ্দিন কলেজের অর্নাস ১ম বর্ষের ছাত্র।
ওসি আবু আজীব জানান, ট্রাক- মোটরসাইকেল সংঘর্ষে সাহেদ নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]