
ঝিনাইদহের কালীগঞ্জে অস্ত্র ও গুলিসহ রাজন বিশ্বাস নামে একজনকে আটক করেছে পুলিশ।
১৬ জানুয়ারি, মঙ্গলবার দুপুর ২টার দিকে উপজেলার একতারপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়।
আটক রাজন বিশ্বাস উপজেলার একতারপুর গ্রামের রেজাউল বিশ্বাসের ছেলে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু আজিফ জানায়, একতারপুর গ্রামের এক নারী সম্প্রতি ধর্ষণ চেষ্টার অভিযোগে রাজন বিশ্বাসকে আসামি করে একটি অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের প্রেক্ষিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের হয়। এই মামলায় রাজন বিশ্বাসকে আটক করতে অভিযান পরিচালনা করে পুলিশ।
তিনি বলেন, মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুরে একতারপুর গ্রামের রাস্তা থেকে আটক করা হয় তাকে। এসময় তার কোমরে থাকা একটি নাইন এমএম পিস্তল, একটি ম্যাগজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এর আগে রাজন বিশ্বাসের নামে নাশকতা, মাদকসহ ৪টি মামলা রয়েছে।
বিবার্তা/রায়হান/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]