শেরপুরে
গারোদের নামে মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন
প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৫, ২৩:০১
গারোদের নামে মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন
শেরপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

শেরপুরের ঝিনাইগাতীর মরিয়মনগরে গারো সম্প্রদায়ের মাদকাসক্ত এক ব্যক্তির সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার ঘটনায় মারপিটের মিথ্যা দাবিতে থানায় অভিযোগ দায়েরের প্রতিবাদ জানানো হয়েছে।


৩০ এপ্রিল, বুধবার দুপুরে স্থানীয় খ্রিষ্ঠান মিশনের সামনে প্রতিবাদ সমাবেশ ও সংবাদ সম্মেলন করে চারটি গ্রামের গারো জনগণ।


ঝিনাইগাতী উপজেলা ট্রাইবাল ওয়েল ফেয়ার অ্যাসোশিয়েশনের সাবেক সভাপতি আলপনেস চিরানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন বারুয়ামারি গ্রাম কাউন্সিলের সাধারণ সম্পাদক উইলিয়াম চিরান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রুবেল মাহমুদ, ঝিনাইগাতী উপজেলা গারো ছাত্র সংসদের সাবেক সভাপতি রুনো নকরেকসহ বারুয়ামারি, ভাটপাড়া, ভারুয়া ও গজারীকুড়া গ্রাম কাউন্সিলের নেতারা।


চার গ্রামের গারো জনগণ উপস্থিত থেকে মিথ্যা অভিযোগ দায়েরের প্রতিবাদ জানায়। তারা অভিযোগ করে, গত ২০ এপ্রিল ইস্টার সানডের অনুষ্ঠান শেষে সুবীর গন্ধাই নামে ক্ষুদ্র নৃ–গোষ্ঠীর এক অতিরিক্ত মদপান করে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আহত হন। তাকে স্থানীয় আদিবাসী ছাত্র–যুবকেরা উদ্ধার করে বাড়ি পৌঁছে দিয়ে আসে। পরে আহত সুবীর গান্ধাইকে শেরপুর জেলা হাসপাতালে এবং ঢাকা সিএমএইচ এ ভর্তি করা হয়। এ ঘটনাকে ভিন্নখাতে নিয়ে গারোদের নামে ঝিনাইগাতী থানায় মিথ্যা অভিযোগ দেওয়া হয়েছে। এ অভিযোগ প্রত্যাহার করা না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।


এ বিষয়ে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমিন বলেন, ‘একটা অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। এখনো থানায় মামলা রেকর্ড করা হয়নি।’


বিবার্তা/জাহিদুল/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com