
রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের ৫২ হাজার ২৫০ মে. টন কয়লা নিয়ে চায়না পতাকাবাহী জাহাজ এম ভি জং চ্যাং ডিং সেং মোংলা বন্দরে এসে পৌঁছেছে।
১৬ জানুয়ারি, মঙ্গলবার মোংলা বন্দরের হাড়বারিয়ার ১১ নং এলাকায় জাহাজ টি নোঙর করে।
জাহাজটির শিপিং এজেন্ট টগি শিপিং এর ম্যানাজার (অপারেশন) ইমাম হোসেন জানান, ইন্দোনেশিয়া থেকে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের ৫২ হাজার ২৫০ মে. টন কয়লা নিয়ে গত ১লা জানুয়ারি ইন্দোনেশিয়ার টাবানিং বন্দর থেকে রওনা দিয়ে জাহাজটি আজ বিকাল ৩ টায় মোংলা বন্দরের হাড়বারিয়ায় পৌছায়।
তিনি বলেন, জাহাজটি থেকে আজ বিকাল হতে কয়লা খালাসের কাজ শুরু করা হয়েছে এবং এই কয়লা লাইটার জাহাজ এর মাধ্যমে রামাপাল তাপ বিদ্যুৎকেন্দ্রে পৌঁছানো হচ্ছে।
রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদন করতে প্রতিদিন পাঁচ হাজার টন কয়লার প্রয়োজন হয় বলে জানায় রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ।
এর আগে ২০২২ সালের ১৭ ডিসেম্বর এই বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট উৎপাদনে যায়। এরপর কয়েক দফা বন্ধ হলেও বর্তমানে কেন্দ্রটির ২ টি ইউনিট চালু রয়েছে। দুই ইউনিট মিলে এই কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ১হাজার ৩২০ মেগাওয়াট।
বিবার্তা/জাহিদ/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]