
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথুলী এলাকায় রেললাইনে ফাটল দেখা দিয়েছে। এতে করে ধীরগতিতে ট্রেন চলাচল করছে বলে খবর পাওয়া গেছে।
১৬ জানুয়ারি, মঙ্গলবার দুপুরে উপজেলার উথুলী ইউনিয়নের তেতুলতলা-ঘোড়ামারা রেলগেটের অদূরে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন মাস্টার মিজানুর রহমান বলেন, অতিরিক্ত লোডের কারণে লোহার পাতি চিড়ে গেছে। এটাকে ক্র্যাক বলা হয়। মেরামতের কাজ চলমান রয়েছে।
তিনি বলেন, স্থানীয়রা বিষয়টি দেখে দুটি লোকাল ট্রেন থামিয়ে দেয়। পরে এই লাইন থেকে ১০ কিলোমিটার বেগে (ধীরগতি) ট্রেন চলাচল করছে।
স্থানীয়রা জানান, দুপুর ১টায় এক ব্যক্তি রেললাইনের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় হঠাৎ রেললাইনে ফাটল দেখতে পান। বিষয়টি রেলপথের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যদের জানান।
পরে আনসার সদস্যরা রেললাইনের ওপর লাল পতাকা টাঙিয়ে একটি মালগাড়ি, খুলনা এবং পার্বতীপুর অভিমুখী দুটি লোকাল ট্রেন ঘটনাস্থলের আগে থামিয়ে দেন। পরে ট্রেনগুলো ধীরে ধীরে ঘটনাস্থল অতিক্রম করে গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়।
বিবার্তা/আসিম/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]