
বাগেরহাটে ৫ কেজি গাঁজসহ মনিরুল ইসলাম মনির (৪২) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশ।
১৬ জানুয়ারি, মঙ্গলবার সকালে ফকিরহাট থানায় গ্রেফতার মনিরের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
এরআগে, সোমবার (১৫ জানুয়ারি) গভীররাতে ফকিরহাট থানার টাউন নওয়াপাড়ার কাটাখালী পুলিশ বক্সের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক স্বপন কুমার রায় এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃত মনির মোংলা উপজেলার সোনাইতলা গ্রামের আবুল কালাম শেখের ছেলে।
গোয়েন্দা পুলিশ পরিদর্শক স্বপন কুমার রায় জানান, গোয়েন্দা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ফকিরহাট থানার টাউন নওয়াপাড়ার কাটাখালী পুলিশ বক্সের সামনে অভিযান চালিয়ে মনিরুল ইসলাম মনির নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে। এ সময় তার কাছে থাকা ট্রলি ব্যাগ তল্লাশি করে আকাশি রঙয়ের পলিথিনের ব্যাগে মোড়ানো বাদামি স্কচটেপ দ্বারা প্যাচানো ৫টি প্যাকেটে মোট ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। যাহার অবৈধ মূল্য অনুমান এক লাখ পঞ্চাশ হাজার টাকা।
তিনি আরও জানান, আসামি দীর্ঘদিন ধরে ঘটনাস্থলসহ বিভিন্ন থানা এলাকার বিভিন্ন জায়গায় অবৈধ মাদকদ্রব্য গাঁজা বিক্রি করে আসছিল। এ ব্যাপারে মাদক নিয়ন্ত্রণ আইনে ফকিরহাট থানায় মনিরের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]