
ব্রাহ্মণবাড়িয়ায় প্রচণ্ড শীতে বেদেপল্লিতে কম্বল বিতরণ করেছে জেলা প্রশাসন।
১৫ জানুয়ারি, সোমবার দুপুরে সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের কাঞ্চনপুরে আশ্রয়ণ প্রকল্পের ৭৪টি বেদে পরিবারের মধ্যে এ কম্বল বিতরণ করা হয়।
প্রধান অতিথি থেকে কম্বল বিতরণ করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।
এসময় জেলা প্রশাসক হাবিবুর রহমান বলেন, প্রধানমন্ত্রী অগ্রাধিকার ভিত্তিতে যাদের ঘর-জমি নেই তাদেরকে জমিসহ ঘর দিয়েছেন। এ আশ্রয়ণ প্রকল্পে বেদে সম্প্রদায়ের পরিবারের জায়গা হয়েছে। তারা যেন বিভিন্ন কাজকর্মের মাধ্যমে সমাজে স্বীকৃতি পান সেই বিষয়টি দেখা হচ্ছে।
তিনি আরও বলেন, আমরা তাদের শীত নিবারণের চেষ্টা করতে পেরে আনন্দিত। একটি ভালো কাজের সঙ্গে যুক্ত হলাম।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জিয়াউল হক মীর, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম শেখ, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান লোকমান হোসেন ও সহকারী কমিশনার (ভূমি) মোশারফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
বিবার্তা/নিয়ামুল/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]