
রাজশাহী জেলা ডিবি পুলিশের বিশেষ অভিযানে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগজিন ও ১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। একইসঙ্গে অবৈধ অস্ত্র ব্যবসার অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (২৯ এপ্রিল) রাত সাড়ে ১১ টার দিকে রাজশাহী জেলার দুর্গাপুর থানার পালি বাজার গ্রামস্থ মোঃ মিঠুনের বাঁশের আড়তের সামনে পাকা রাস্তার সম্মুখ থেকে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গ্রেফতার হন মোঃ শরীফ আলী (২৫), সে পুঠিয়া থানার পুঠিয়া রাজবাড়ী গ্রামের মোঃ হেকমত আলীর ছেলে।
ঘটনা সূত্রে জানা গেছে, রাজশাহী জেলা ডিবি পুলিশের এসআই মাহাবুব আলম ও তার ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে বাঘা থানা এলাকা থেকে একজন ব্যক্তি ভাড়ায় চালিত সিএনজিযোগে অবৈধ আগ্নেয়াস্ত্রসহ নাটোর জেলার নলডাঙ্গা থানার দিকে যাচ্ছিলেন। ওই সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ রাত সাড়ে ১১ টার দিকে বিশেষ অভিযান চালায়।
এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত পালানোর চেষ্টা করলে তাকে ধরে ফেলা হয় এবং দেহ তল্লাশি করে কোমরে কস্টেপ দিয়ে পেঁচানো অবস্থায় অস্ত্র, ম্যাগাজিন ও গুলি উদ্ধার করা হয়।
ঘটনার পর গ্রেফতারকৃত মোঃ শরীফ আলীর বিরুদ্ধে দুর্গাপুর থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
বিবার্তা/মোস্তাফিজুর/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]