গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় কাভার্ডভ্যান চাপায় আবুল কালাম আজাদ (৬০) নামের এক পথচারীর মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন আরো দুই পথচারী।
১৩ জানুয়ারি, শনিবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার চন্দ্রা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবুল কালাম আজাদ গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার দামোদরপুর গ্রামের কলিমুদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানান, শনিবার দুপুরের দিকে উপজেলার চন্দ্রা এলাকায় কয়েকজন পথচারী ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পারাপার হচ্ছিলেন। এসময় ঢাকা সাভারগামী দ্রুত গতির একটি কাভার্ডভ্যান ওই পথচারীদের উপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই পথচারী আবুল কালাম আজাদ নিহত হয়। এসময় আরও দুই পথচারী আহত হয়। পরে স্থানীয় লোকজন আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় এবং পুলিশে খবর দেয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতের মরদেহ উদ্ধার করে।
নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাত হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে। পরে নিহতে পরিবারের আবেদনের প্রেক্ষিতে মনদেহ স্বজনদেন কাছে হস্থান্তন করা হয়েছে। এ দূর্ঘটনায় জড়িত কাভার্ডভ্যানটি জব্দ করা গেলেও চালক ও তার সহযোগী পালিয়ে যায়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
বিবার্তা/তুহিন/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]