
নির্বাচনকে কেন্দ্র করে বিএনপিসহ বিরোধী দলগুলোর ডাকা টানা দুই দিনের হরতালের আগের রাতে নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি পিকআপ ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
৫ জানুয়ারি, শুক্রবার সন্ধ্যায় ফতুল্লার পঞ্চবটি সংলগ্ন বন বিভাগের সামনে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কে এই ঘটনা ঘটে।
জানা যায়, সন্ধ্যায় দুর্বৃত্তরা পিকআপটিতে আগুন দেয়। জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ফতুল্লা থানা যুবলীগের সভাপতি মীর সোহেল আলী নেতাকর্মীদের নিয়ে শহরের দিকে যাওয়ার সময় এই ঘটনা দেখতে পান। পরে তিনি নেমে নেতাকর্মীদের নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। খবর পরে ফতুল্লা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম মিয়া জানান, অগ্নিসংযোগের খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে যায়। এই ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত তা খুঁজে বের করার চেষ্টা চলছে।
বিবার্তা/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]