এবারের নির্বাচন স্বাধীনতা বিরোধীদের বিরুদ্ধে নির্বাচন: শেখ সেলিম
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৪, ২০:২৪
এবারের নির্বাচন স্বাধীনতা বিরোধীদের বিরুদ্ধে নির্বাচন: শেখ সেলিম
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেছেন, এবাবের নির্বাচন আওয়ামী লীগের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ এবারের নির্বাচন জঙ্গি, সন্ত্রাসী ও স্বাধীনতা বিরোধীদের বিরুদ্ধে নির্বাচন।


তিনি বলেন, এই নির্বাচনে জয়লাভ করে এদের নাম নিশানা মুছে দেয়ার পাশাপাশি বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করতে হবে। জননেত্রী শেখ হাসিনার ভিশন ২০৪১ ও স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে হবে।


৪ জানুয়ারি, বৃহস্পতিবার গোপালগঞ্জ পৌর পার্কে পৌর আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনি জনসভায় তিনি এ কথা বলেন।


শেখ সেলিম বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসলে বিএনপির নাম কেউ নেবে না তাই বিএনপি নির্বাচন বানচাল করতে চায়।


তিনি আরো বলেন, খালদা জিয়ার ছেলে লন্ডনে বসে অবরোধের ডাক দিচ্ছে, সে দেশে এসে নির্বাচনে দাঁড়ালে তার জামানত থাকবে না।


গোপালগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি গোলাম কবিরের সভাপতিত্বে নির্বাচনি জনসভায় বক্তব্য রাখেন, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান, সাধারণ সম্পাদক জিএম শাহাবুদ্দিন আজম, গোপালগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মুন্সি মো আতিয়ার রহমান, এফবিসিসিআই এর সাবেক সভাপতি শেখ ফজলে ফাহিম, বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার শেখ ফজলে নাঈম, গোপালগঞ্জের পৌর মেয়র শেখ রকিব হোসেনসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।


এসময় গোপালগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: আলীমুজ্জামান বিটুর সঞ্চালনায় গোপালগঞ্জ পৌর সভার ১২ নং ওয়ার্ড কাউন্সিলর মো: আল আমীন ইসলাম ও ৭ নং ওয়ার্ড কাউন্সিলর মো: শফিকুর রহমান শুক্তিসহ সকল ওয়ার্ড কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন।


বিবার্তা/সঞ্জয়/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com