নরসিংদী সরকারি কলেজে ২৬১ জন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৪, ১৯:১৯
নরসিংদী সরকারি কলেজে ২৬১ জন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
নরসিংদী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নরসিংদী সরকারি কলেজ থেকে যে সকল শিক্ষার্থী ২০২০, ২০২১ ও ২০২২ সালে এইচএসসি পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়ে দেশের বিভিন্ন স্বনামধন্য উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পেয়ে অধ্যয়নরত, নরসিংদী সরকারি কলেজ ২৬১ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।


৪ জানুয়ারি,বৃহস্পতিবার এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নরসিংদী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোশতাক আহমেদ ভূইয়া। বিশেষ অতিথি ছিলেন নরসিংদী সরকারি কলেজের উপাধ্যক্ষ মো. সিরাজ উদ্দিন ভূঞা, নরসিংদী সরকারি কলেজ শিক্ষক পরিষদ এর নব নির্বাচিত সম্পাদক নুর মোহাম্মদ।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নরসিংদী সরকারি কলেজ কৃতী শিক্ষার্থী সংবর্ধনা কমিটির আহ্বায়ক প্রফেসর মো. অহিদুজ্জামান। পুরো অনুষ্ঠানে সঞ্চালনা করেন নরসিংদী সরকারি কলেজের সহযোগী অধ্যাপক (বাংলা বিভাগ) মো. সফিকুল ইসলাম, সহকারী অধ্যাপক (ইংরেজি বিভাগ) মাহমুদুল হাসান।


কৃতী শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন শেখ হাসিনা মেডিকেল কলেজের শিক্ষার্থী ফারহানা আক্তার, বুয়েটের ম্যাকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর শিক্ষার্থী শাইখ মোহাম্মদ ওয়াজেদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষার্থী সুমা রানী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একই বিভাগের দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী সেলিম ভূইয়া।


বিবার্তা/কামাল/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com