শিরোনাম
আড়াই ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম ট্রেন চলাচল স্বাভাবিক
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৩, ১২:৩১
আড়াই ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম ট্রেন চলাচল স্বাভাবিক
কুমিল্লা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঢাকা-চট্টগ্রাম রেললাইনের ওপর পণ্যবাহী লরি উল্টে আড়াই ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকার পর পুনরায় স্বাভাবিক হয়েছে। এ ঘটনায় লাকসাম জংশনে আটকা পড়েছে ঢাকামুখি চট্টলা এক্সপ্রেস।


২৮ ডিসেম্বর, বৃহস্পতিবার সকাল পৌনে ৭টার দিকে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের বিজয়পুর রেল গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


কুমিল্লা রেলওয়ের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী লিয়াকত আলী মজুমদার জানান, কুমিল্লা থেকে নোয়াখালীগামী পণ্যবাহী একটি লরি বিজয়পুর রেল গেইট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা দুটি সিএনজিকে চাপা দিলে সেগুলোও দুমড়ে-মুচড়ে যায়। খবর পেয়ে রেললাইনের ওপর থেকে দুর্ঘটনা কবলিত লরিটি সরিয়ে নেওয়া হয়েছে।


এ ঘটনায় লাকসাম জংশনে আটকা পড়েছে ঢাকামুখি চট্টলা এক্সপ্রেস। সকাল সাড়ে ৯টা থেকে ঢাকা-চট্টগ্রাম রেললাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।


লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ উল্লাহ বাহার জানান, সড়কের পাশে দাঁড়িয়ে থাকা দুটি সিএনজি দুমড়ে-মুচড়ে যায়। তবে এ ঘটনায় কেউ মারা যায়নি। দুর্ঘটনাস্থল থেকে লরিটি সরিয়ে নেওয়া হয়েছে। বর্তমানে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কেও যান চলাচল স্বাভাবিক রয়েছে।


বিবার্তা/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com