নানা আয়োজনে সৈয়দ শামসুল হকের ৮৮তম জন্মবার্ষিকী পালিত
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৩, ১৫:৫৩
নানা আয়োজনে সৈয়দ শামসুল হকের ৮৮তম জন্মবার্ষিকী পালিত
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুড়িগ্রামে নানা আয়োজনে সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের ৮৮ তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে।


দিবসটি উপলক্ষ্যে কুড়িগ্রাম সরকারি কলেজ চত্বরে কবির সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সম্মিলিত সাংস্কৃতিক জোট, কুড়িগ্রাম প্রেসক্লাব, কুড়িগ্রাম সরকারি কলেজ, সৈয়দ শামসুল হক স্মৃতি পরিষদসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন।


পরে সৈয়দ শামসুল হক স্মৃতি পরিষদ এর উদ্যোগে কলেজ মাঠে দিনব্যাপী অনুষ্ঠিত হয় সৈয়দ হক মেলা। মেলার উদ্বোধন করেন- কবিপত্নী ডা. আনোয়ারা সৈয়দ হক।


উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন- জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ, পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম, কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ মির্জা নাসির উদ্দীন, সিনিয়র সাংবাদিক সফি খান, একুশে পদকপ্রাপ্ত সমাজসেবী এ্যাড. আব্রাহাম লিংকন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক শ্যামল ভৌমিক, কুড়িগ্রাম প্রেসক্লাব এর সভাপতি রাজু মোস্তাফিজ, সৈয়দ শামসুল হক স্মৃতি পরিষদের আহ্বায়ক ইউসুফ আলমগীর, সদস্য সচিব কবি সাম্য রাইয়ান প্রমুখ।


দিনব্যাপী মেলায় কবিতা পাঠ, বিভিন্ন প্রকাশনার মোড়ক উন্মোচন, লেখক ও কবি সম্মিলন স্বরচিত সাহিত্য পাঠ অনুষ্ঠিত হয় ।


বিবার্তা/বিপ্লব/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com