
সাভারে কিশোর গ্যাং-এর বিরুদ্ধে শুরু হয়েছে পুলিশের সাঁড়শি অভিযান। বিভিন্ন গ্রুপে বিভক্ত ঐ বাহিনীর ২০০ সদস্যকে ইতোমধ্যে আটক করেছে পুলিশ।
তিনটি পৃথক বাহিনীর আরো সাতজনকে অস্ত্রসহ গ্রেফতারের পর সাভার মডেল থানাং এক প্রেস ব্রিফিং এমন তথ্য জানান পুলিশ সুপার পদে সদ্য পদোন্নতিপ্রাপ্ত আব্দুল্লাহিল কাফি ও সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ জামান।
এ সময় কিশোর গ্যাং সদস্যদের ব্যবহার করা অত্যাধুনিক একটি আংটি প্রদর্শন করেন তিনি। সেখানে থাকা ছুরির মাধ্যমে কিশোর গ্যাং সদস্যরা কিভাবে পথচারীকে আহত করে সর্বস্ব কেড়ে নেয় সেটাও জানান পুলিশ সুপার।
অভিযান কালে আটককৃতদের কাছে ৪ লাখ টাকা মূল্যের মাদক ও ধারালো পাঁচটি অস্ত্র উদ্ধার করা হয় বলে প্রেস ব্রিফিংয়ে জানানো হয়।
বিবার্তা/শরিফুল/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]