
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নবনিযুক্ত তিন বিচারপতি।
পরে ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুসহ সকল শহীদদের রুহের মাগফিরত কামনায় দোয়া মোনাজাত করেন এবং রক্ষিত পরিদর্শন বহিতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
বিচারপতিরা হলেন মোহাম্মদ আব্দুল আজিজ,মোহাম্মদ শাহিনুর ইসলাম ও কাশেফা হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন, আপিল বিভাগের রিসার্চ এন্ড রেফারেন্স অফিসার যুগ্ম জেলা জজ এবিএম আশরাফুল হক, মিল্লাত হোসেন, নওরিন আক্তার ও গোপালগঞ্জের সিনিয়র সহকারী জাজ শফিকুল ইসলাম, এর আগে সকাল ৭ টা ৩০ মিনিটের দিকে বিচারপতিগন সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ হতে সড়কপথে পতাকা বাহি গাড়িযোগে বৃহস্পতিবার (২ মে) সকাল সাড়ে ১০টার সময় জাতির পিতার সমাধিস্থলে এসে পৌঁছান।
বিবার্তা/শান্ত/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]