
রাজবাড়ীর পাংশা থেকে অবৈধ বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ মিজানুর রহমান বকুল (৪৬) নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র্যাব-১০।
বুধবার (২ মে) দিবাগত রাত ২ টার দিকে পাংশা উপজেলার বলরামপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মিজানুর রহমান বকুল পাংশা উপজেলার বলরামপুর গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে। সে ওই এলাকার সাবেক মেম্বার।
ফরিদপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার কে এম শাইখ আকতার বলেন, পাংশাসহ আশেপাশের এলাকায় আসামী বকুল জনমনে ত্রাস সৃষ্টি করে নানান রকম অপকর্ম সহ বিভিন্ন প্রকার সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে তার হেফাজতে থাকা আমেরিকান তৈরি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে পাংশা থানায় হস্তান্তর করা হয়েছে।
বিবার্তা/মিঠুন/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]