নড়াইলে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৩, ১১:২৩
নড়াইলে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত
নড়াইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নড়াইলে যথাযোগ্য মর্যাদায় ও উৎসবমুখর পরিবেশে তিনটি উপজেলায় মহান বিজয় দিবস পালিত হয়েছে।


১৬ ডিসেম্বর, শনিবার সকালে সকল সরকারি, স্বায়ত্বশাসিত ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।


মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ, প্রধান ডাকঘর সংলগ্ন বধ্যভূমিতে পুস্পস্তবক অর্পণ ও দোয়া অনুষ্ঠান এবং বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পণ করা হয়।


সকাল সাড়ে ৮টায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ পুলিশ, আনসার ও ভিডিপি, বিএনসিসি, ফায়ার সার্ভিস, রোভার স্কাউটস, স্কুল, কলেজ, মাদ্রাসা,বাংলাদেশ জেলদলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান,গার্লস গাইড ও শিশু কিশোর সংগঠনের সমন্বয়ে বর্ণাঢ্য কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শিত হয়।


জেলা প্রশাসন আয়োজিত এসব অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী, পুলিশ সুপার মো. মেহেদী হাসান, নড়াইল জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি এড. সুবাস চন্দ্র বোস, সিভিল সার্জন ডা. সাজেদা বেগম পলিন, জেলা প্রশাসনের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক জুলিয়া সুকায়না, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাশ্বতী শীল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তারসহ বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তাগণ, বীর মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।


বিবার্তা/শরিফুল/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com