ধর্মপাশায় দুই ইজিবাইক চালক হত্যার সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৪, ১৭:৩২
ধর্মপাশায় দুই ইজিবাইক চালক হত্যার সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন
ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের কারি মিয়া খানের ছেলে সাইফুল ইসলাম ও একই ইউনিয়নের দশধরী গ্রামের কামাল মিয়ার ছেলে হুমায়ুন কবিরকে হত্যা করে তাদের ইজিবাইক ছিনতাই করা হয়েছে বলে দাবি করেছে তাদের পরিবার।


রবিবার, ২৮ এপ্রিল সকাল দশটায় স্থানীয় রিকশা, মিশুক, ইজিবাইক শ্রমিক ইউনিয়নের উদ্যোগে উপজেলা পরিষদ সংলগ্ন সড়কে আয়োজিত মানববন্ধনে এমন দাবি জানানো হয়।


এতে নিখোঁজ দুই ইজিবাইক চালকের পরিবারের লোকজনসহ বিভিন্ন পেশার দুই শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।


সংগঠনের সভাপতি আব্দুল আলীমের সভাপতিত্বে বক্তব্য দেন ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য রিপন মিয়া, সংগঠনের সাধারণ সম্পাদক মোতাহার হোসেন, ইজিবাইক চালক রাসেল মিয়া, রেনু মিয়া, ওলিউর রহমান ,আব্দুস সালাম প্রমুখ।


১৫ এপ্রিল রাত সাড়ে দশটার দিকে সাইফুলের পার্শ্ববর্তী গ্রামের এক ধান ক্ষেত থেকে এক অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ।


উদ্ধারের পর সাইকুলের পরিবার ওই মরদেহকে সাইকুলের বলে দাবি করলে পুলিশ ওই মরদেহ সাইফুলের পরিবারের হাতে তুলে দেয়।


অপরদিকে, গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার সদর ইউনিয়নের কান্দাপাড়া গ্রামের সামনে নিমাইকোনা বিলের একটি ধান ক্ষেত থেকে মানবদেহের খুলিসহ কিছু হাড় উদ্ধার করে পুলিশ। উদ্ধারের পর হুমায়ূনের পরিবার খুলি-হাড় হুমায়ুনের বলে দাবি করে। পরে হুমায়ূনের পরিবারের কাছে খুলিসহ হাড় হস্তান্তর করা হয়।


উল্লেখ্য ৮ এপ্রিল সাইকুল ও হুমায়ুন ১৫ মার্চ ইজিবাইকসহ নিখোঁজ হয়েছিল।


ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ শামসুদ্দোহা বলেন, এই ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।


বিবার্তা/শহীদুল/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com